মাধবপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ : ৪ দিনে ভর্তি ৬৯ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 24 December 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ : ৪ দিনে ভর্তি ৬৯

Link Copied!

মাধবপুরে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিজগিজ করছে ডায়রিয়ার রোগীতে।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডায়রিয়ায় আক্রান্ত অনেককেই চিকিৎসা নিতে দেখা যায়।

স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে স্থান সংকুলান না হওয়ায় ফ্লোরেও রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত ৪ দিনে ৬৯ জন ডায়রিয়া রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

গত ২১ ডিসেম্বর ২২ জন,২২ ডিসেম্বর ১০ জন, ২৩ ডিসেম্বর ১৫ জন এবং ২৪ ডিসেম্বর ২২ জন ডায়রিয়া আক্রান্ত রোগী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

ভর্তিকুত রোগীদের স্যালাইন, এন্টিবায়োটিক ও প্রয়োজনীয় অন্যান্য ওষুধ হাসপাতাল থেকে সরবরাহ করা হচ্ছে এবং ওষুধের কোনো সংকট নেই বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুশরাত জাহান জানিয়েছেন।

হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারন কী এমন প্রশ্নে ডাঃ নুশরাত জাহান বলেন,মুলত ঠান্ডাজনিত কারনেই ডায়রিয়ার বিস্তার ঘটেছে।

তিনি সবাইকে সতর্ক থাকার বিশেষ করে ছোট শিশুদের বাড়তি যত্নে রাখার পরামর্শ দিয়েছেন।

একটি সূত্র জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির তথ্য থেকে আক্রান্তের সংখ্যা নির্নয় পুরোপুরি ঠিক নয় কারন উপজেলার সব জায়গা থেকে সব আক্রান্ত রোগীই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন না।

অনেকেই স্থাণীয়ভাবে চিকিৎসা নিয়ে থাকেন।সেই হিসাবে গড়ে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা আরো অনেক বেশী হতে পারে।