মাধবপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার        - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 10 January 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার       

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আমিনুল ইসলামকে (৪০) গ্রেফতার  করেছে পুলিশ।বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) ভোর রাতে উপজেলার বহরা ইউনিয়নের সমজদিপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার সমজিদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়। সে একটি ডাকাতি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হয়ে আত্মগোপনে ছিল।