আক্তার হোসাইন মাধবপুর : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা করিমশাহ মাজার রাস্তার সংস্কার করনের কাজ দেড় বছরেও শেষ করতে পারেনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বার বার কাজ শেষ করার তাগিদ দেওয়া সত্বে ও ঠিকাদার প্রতিষ্ঠানের ঠনক নড়েনি।
এ কারনে স্থানীয় এলজিইডি অফিস কাজ টি বাতিলের জন্য চিঠি দিয়েছে কতৃপক্ষের নিকট। দেড় বছরেও কাজ টি শেষ না হওয়ায় স্খনীয় লোকজন চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
মাধবপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জুলফিকার হায়দার চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, মেসার্স ভাওয়াল কনট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্টান ৫৮ লাখ চুক্তি মুল্যে রাস্তাটি কাপের্টিং কাজ সম্পাদন
করার চুক্তিবদ্ধ হন। ২০১৮ সালের ৬ই অক্টোবর বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী রাস্তাটির ভিত্তিপ্রস্থর কাজের উদ্বোধন করেন। কিন্তু ২০১৯ সালের ২৬ শে মার্চের মধ্যে ১ হাজার মিটার রাস্তার কাপেটিং কাজ শেষ করার কথা থাকলেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান কিছু ইট ও কংক্রিটের কাজ করে বাকি কাজ বন্ধ করে দেয়। বার বার কাজটি নিদ্দিষ্ট সময়ে শেষ করার জন্য তাগাদাপত্র দিলেও ঠিকাদারি প্রতিষ্টিান কোন গুরুত্ব দেয়নি।
অবশেষে কাজটি বাতিল করার জন্য প্রধান নিবার্হী প্রকৌশলীর নিকট চিঠি লিখা হয়েছে। এ প্রতিষ্টান কে আমরা আর কাজ করতে দিব না।
ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, এ রাস্তাটি দিয়ে ১০ টি গ্রামের লোকজন চলাচল করে। রাস্তাটির কিছু অংশে নামে মাত্র কিছু কংক্রিট দেওয়া হলেও গাড়ি চলা চলের কারনে কংক্রিট গুলো গুড়ো হয়ে মাটির সঙ্গে মিশে গেছে। দেড় বছর হলেও কাপেটিংয়ের কাজ শুরু হয়নি।
সামান্য বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়। বয়স্ক লোকজন ও রোগীদের চলাচল করতে চড়ম দূভোর্গের মধ্যে দিন পার করছে।
ভাওয়াল কনট্রাকশনের মালিক বাচ্চু মিয়া বিভিন্ন অজুহাত দেখিয়ে বলেন যে বৃষ্টি বাদলের দিন হওয়ায় কাজ করা যাচেছ না। বৃষ্টি বাদল না থাকলে পুনরায় কাজ করব।