মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষ : আহত ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 29 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষ : আহত ২

Link Copied!

মোঃ জাকির হোসেন, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষ গুরুতর আহত হন ২ জন। আজ মঙ্গলবার ২৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার হাড়িয়া নিকট এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মুন্সিগঞ্জ সদর থানা বিক্রমপুর গ্রামে হেমায়েত খানের ছেলে মোঃ মাসুম খান (৩৫) ও বিমানবন্দর থানা সাল্লা গ্রামের আব্দুর রউফ ছেলে মোহাম্মদ আসাদ (৩২) আহত হন।

প্রাইভেট কার ড্রাইভার মোঃ আসাদ জানান সিলেটের তাদের এক আত্মীয় বাসার বেড়াতে আসেন। আজ তারা ঢাকায় ফেরার পথে উল্লেখিত এলাকায় বিপরীত দিকে আসা ট্রাকটি তাদের ধাক্কা মারে। এতে আমাদের গাড়ি ভেঙ্গে চুরমার হয়ে যায় আমরাও আহত হয়।

 

ছবি: ট্রাকের সাথে সংঘর্ষ হওয়া প্রাইভেটকার ও আহতদের দু’জনের মধ্যে একজন

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক শাহ জালাল সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্বার হসপিটালে নিয়ে যায় ও প্রাইভেটকার ঢাকা মেট্রো খ-১৪-০৪৫৮ ও ট্রাক ঢাকা মেট্রো টা-১৪৭৭৪২ উদ্ধার করে আমাদের হেফাজতে নেয়।।