মাধবপুরে ট্রাক অটোরিকসা সংর্ঘষে নিহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাক অটোরিকসা সংর্ঘষে নিহত ১

Link Copied!

শেখ শাহাউর রহমান বেলাল :   হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও সিএনজি অটোরিকসার সংর্ঘষে  আলাল মিয়া (৩০) নামে এক যাএী  নিহত হয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা শাহপুর নতুন বাজার এলাকায় শনিবার (১৬মে) সকাল ৮.৩০ মিনিটে এ ঘটনা ঘটে। 
নিহত আলাল মিয়া উপজেলার দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর ছেলে।
 শায়েস্তাগন্জ  হাইওয়ে থানার উপ পরিদর্শক  মনির হোসেন দৈনিক আমার হবিগঞ্জকে জানান, সিলেট গামী একটি ট্রাক  মহাসড়ের শাহপুর এলাকায়  সিএন জি অটোরিকসাকে  ওভারটেক  করতে গিয়ে  ধাক্কা দিলে অটোরিকসার যাএী আলাল ছিটকে মহাসড়কে পরলে ট্রাকটি তার উপর  উঠে যায়। এতে   ঘটনাস্থলেই মারা যান আলাল মিয়া।
খবর পেয়ে  শায়েস্তাগন্জ  হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতেলে প্রেরন করেছে। শায়েস্তাগন্জ  হাইওয়ে  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা তৌফিকুল ইসলাম তৌফিক এ ঘটনার  সত্যতা  নিশ্চিত করেছেন। এসময় ঘাটক ট্রাকটি আটক করা হয়েছে।