মোঃজাকির হোসেন – মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ট্রাক্টর দিয়ে বালু ট্রান্সপোর্ট করায় ভ্রাম্যমাণ আদালত ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে দিকে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সরকারি বালু অবৈধভাবে ট্রান্সপোর্টের দায়ে মোঃ ফারুক মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোঃ ফারুক মিয়া জগদীশ পুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল মিয়ার ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, মাধবপুরে বালু মহলের কোন ইজারাদার নাই, বালুর গাড়িসহ আটক করা হলে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি, তিনি আরো বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।