মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 6 March 2023
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ট্রাকের ধাক্কায় নিহত ১

Link Copied!

মাধবপুরে ট্রাকের ধাক্কায় মিন্নত আলী নামে এক পথচারী নিহত হয়েছেন।  সোমবার (৬ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে মাধবপুর মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রীজের উপরে একটি ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-০১৮৬) ব্রীজে দাঁড়ানো অবস্থায় মিন্নত আলী (৪৫) কে ধাক্কা মেরে ব্রীজের রেলিং এর উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই মিন্নত আলীর মৃত্যু হয়।

নিহত মিন্নত আলী উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের মৃত আকতার মিয়ার পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘাতক ট্রাক নিহতের লাশ তাদের হেফাজতে নিয়েছে বলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের পেট্রোল টিমের এসআই খন্দকার বাবুল ইসলাম নিশ্চিত করেছেন। ট্রাক চালক পলাতক রয়েছে।