ইয়াছিন তন্ময় মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে আধুনিক গ্রাফটিং পদ্ধতিতে অধিক লাভবান হওয়ার আশায় টমেটো চাষ করে চিন্তার ভাজ পড়েছে চাষিদের কপালে।
চাষিরা জানান, মাধবপুরের কৃষিজমির মাটি টমেটো চাষের জন্য বেশ উপযোগী হওয়ায় চাষিরা ও আগ্রহ নিয়ে প্রতি বছর এটির চাষ করেন। এখানকার টমেটোই ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়, মাধবপুর উপজেলায় এ বছর প্রায় সাড়ে চারশো হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। এবং নতুন নতুন জাত আবিষ্কারের ফলে এখন প্রায় সারা বছরই টমেটো উৎপাদন হচ্ছে ।
সরেজমিনে রবিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার তেলিয়াপাড়া ও সুরমা চা বাগান এলাকায় গিয়ে দেখে যায়, শতশত একর জমিতে চাষিরা সবজি চাষ করেছে এর বেশিরভাগই টমেটো
কিন্তু রোগ বলাই যেনো পিছু ছাড়ছে না টমেটো গাছের। টমেটো চাষি আব্দুর রাজ্জাক বলেন , আমি কমলগঞ্জের একটি নার্সারি থেকে ৩০ হাজার চারা এনে তিন একর জমি লিজ নিয়ে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ করেছি। প্রতিটি চারার পেছনে ৫০টাকা করে খরচ করার পর বুঝতে পেরেছি আমার ১০ হাজার নিম্নমানের চারা পড়েছে। আবার বর্তমানে বাজারদর তুলনামূলক কম। তাই শেষ পর্যন্ত পুঁজি নিয়ে ফিরতে পারি কিনা সেই আশংকায় আছি।
মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, আমরা কৃষি অফিস থেকে সবসময় চাষি দের পরামর্শ দিয়ে থাকি। পরাগায়নের কারণে অনেক গাছে ফল আসে না, আবার সাদা মাছির আক্রমণে ভাইরাসে আক্রান্ত হয়ে টমেটো গাছের পাতা কোকরে যায়।
এক্ষেত্রে জৈব বালাইনাশক ব্যবহারে ভালো ফল পাওয়া যায়। আবার কখনো যারা চারা উৎপাদন করে তাদের অভিজ্ঞতার অভাবে চারাগাছে ভাইরাসের সংক্রমণ হয় বা নিম্নমানের চারা উৎপাদন করে। ফলে সেই গাছে ফল আসে না। তাই ভালো করে খোঁজ খবর নিয়ে নার্সারি থেকে চারা সংগ্রহ করতে হবে।