মাধবপুরে জয়ন্তিকা ট্রেনের বগি বিচ্ছিন্ন : ৩ঘন্টা পর ট্রেন চালু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 December 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জয়ন্তিকা ট্রেনের বগি বিচ্ছিন্ন : ৩ঘন্টা পর ট্রেন চালু

Link Copied!

ইয়াছিন তন্ময়  :   সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা ট্রেনের জয়েন্ট ছিড়ে চার বগি বিচ্ছিন্ন  হয়ে প্রায় ৩ ঘন্টা  রেলস্টেশনে আটকা পড়ে। ট্রেনের গতি কম থাকায়  দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এসময় কোন হতাহতের ঘটনা না ঘটলে ও ট্রেন যাত্রীদের মধ্যে আতংক দেখা দেয়।
সিলেট থেকে ছেড়ে এসে মাধবপুর উপজেলার মনতলা রেল ষ্টেশনে  ৩টা ৪০ মিনিটে যাত্রা বিরতি করে। ট্রেনটি  ছেড়ে যাওয়ার পরই মাঝখানের  একটি  বগির জয়েন্ট খুলে দু ভাগ হয়ে যায়। স্টেশন মাষ্টার পরশ আলী শিকদার জানান,ঢাকাগামী  আন্তঃ নগর জজয়ন্তিকার জয়েন্ট ছিড়ে ৪টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
স্টেশন বাজারের ব্যবসায়ী ফয়সল জানান, ট্রেনের বগির জয়েন্ট ছিড়ে খুলে যাওয়ার বিষয়টি আশপাশে থাকা লোকজন দেখে সুর চিৎকার শুরু করলে চালক ট্রেন থামান।

ছবি : জয়ন্তিকা ট্রেনের আলাদা হয়ে যাওযা বগি

পরে কর্তৃপক্ষ ১১নম্বর বগির জয়েন্ট খুলা দেখতে পান। এ কারণে ৪টি বগি আলাদা হয়ে যায়। এসময় ট্রেনটি স্টেশনে ৩ ঘন্টা আটকা পড়ে। ফলে যাত্রীরা  দুর্ভোগের মধ্যে পড়ে। অনেক যাত্রী বিকল্প পথে গন্তব্যে পৌছান।
ট্রেন যাত্রী  আফজাল জানান,বিকট শব্ধে বগির জয়েন্ট খুলে গেলে এবং বাইরে লোকজন চিৎকার করলে যাত্রীরা আতংকিত হয়ে পড়ে। প্রায় তিন ঘন্টা পর আখাউড়া থেকে একটি ইঞ্জিনিয়ারিং টিম এসে পেছন দিকের বগির জয়েন্ট সংযোগ দিলে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ট্রেনটি মনতলা থেকে ঢাকা উদ্দেশ্যে যাত্রা করে।