মাধবপুরে জোয়ালভাংগা গ্রামের রাস্তার বেহাল দশা। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 14 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জোয়ালভাংগা গ্রামের রাস্তার বেহাল দশা।

Link Copied!

 

মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুর উপজেলার ৫নং আন্দিউড়া ৪নং ওয়ার্ডের জোয়ালভাংগা গ্রামের ও ৮নং বুল্লা ইউনিয়নের বানেশ্বর, মাহমুদপুর, মাধবপুর পৌরসভা, শিবপুরসহ, প্রায় কয়েক হাজার মানুষের চলাচলের জনদুর্ভোগ।

ভারি বৃষ্টি পানিতে রাস্তাটি তলিয়ে যায়। বোয়ালিয়া নদীর মরণ ফাঁদ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে উঠলেও আবার নামতে হচ্ছে হাটু সমান পানিতে এবং বোয়ালিয়া ব্রিজে চলাচলে জন প্রতি গুনতে হয় ৫/১০ টাকা এ যেনো মরার উপর খাড়া ঘাঁ।

জোয়ালভাংগা গ্রামের, শান্তি সরকার, নজরুল ইসলাম, সজল গোস্বামী, উম্মেদ আলী, ও মোখলেছ মিয়া, দৈনিক আমার হবিগঞ্জকে জানান, অনেক সময় গরিব, দুঃখী মানুষ ব্রিজে আসা যাওয়ার টাকা দিতে না পারলে শুনতে হয় হয়রানি মূলক কথা।
জানা যায়, পৌরসভা এই জায়গাটি কিছু দিন আগে কাজ করবে বলে (ভেখো) দিয়ে গর্ত করে কিন্তু তারপর রাস্তার কাজ না করেই চলে যায়। ফলে এই রাস্তার কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষের জন জীবনের দুর্ভোগের শেষ নেই।

রাস্তাটি দিয়ে শুকনো মৌসুমে কোনো রকম চলাচল করতো, রিক্সা, অটোরিকশা, বেভাটেক, ভেনগাড়ি, মোটরসাইকেল, সিএনজি সহ কিছু যানবাহন, কিন্তু বর্তমানে রাস্তার এমন বেহাল অবস্থা, গাড়ী চলবে তো দূরের কথা পায়ে হেটে যাওয়া অসম্ভব, এ অবস্থায় সাধারন চিকিৎসার জন্য ও ডাক্তারের কাছে যাওয়া অনেক কষ্টকর। এমন কঠিন পরিস্থিতিতে গর্ভবতী মহিলাসহ অসংখ্য রোগী বিনা চিকিৎসায় মৃত্যুর সম্বাবনা রয়েছে।

তাই, এলাকার কয়েক হাজার মানুষের প্রাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে অতি জরুরি ও গুরুত্বপূর্ণ বিবেচনা করে দ্রুত মরণ ফাঁদ ব্রিজ ও রাস্তার কাজ সম্পূর্ন করেন।