ইয়াছিন তন্ময় মাধবপুর প্রতিনিধি : ঈদ গেল মাত্র এক দিন কিন্তু এই করোনা মহামারিতে ও মানুষের মাঝে ছিল ঈদের আনন্দ,সাবাই ছিল হাসি,খুশি,এইদিকে ৩মাস ধরে বেতন না পেয়ে মনমরা হয়ে বসে,ছিল মাধবপুর উপজেলার সুনাম ধন্য বিদ্যাপিঠ জগদীশপুর জে,সি হাই স্কুল এন্ড কলেজের,কলেজ শাখার শিক্ষক,ও শিক্ষিকা রা,তাদের ঘরে ছিল না,কোন ঈদের আনন্দ,মুখখানা যেন মলিন হয়ে ছিল,তাদের ।
জানা যায় , গত তিন মাস তারা বেতন সহ ঈদ বোনাস পায়নি ফলে দেশের এই চলমান লকডাউন আর রোজার ঈদে পরিবার পরিজন নিয়ে তারা এক প্রকার অসহায় হয়ে পড়েছেন,নাম প্রকাশে অনিচ্ছুক জগদীশপুর জে,সি,হাই স্কুল এন্ড কলেজের,কলেজ শাখার একজন শিক্ষক ও একজন শিক্ষিকা আমার হবিগঞ্জ কে জানায় আমরা গত তিন মাসের বেতন ও ঈদের বোনাস এখন ও পায়নি,কিন্তু একই প্রতিষ্টানের স্কুল,শাখার শিক্ষক ও শিক্ষিকা কারা ঠিক ই বেতন বোনাস পেয়েছে। আমাদের ও তো পরিবার পরিজন আছে তার মাঝে আবার গেল ঈদ|
আমরা তো একই প্রতিষ্টানে কাজ করি আমাদের বেলায় কেন এমন টা করা হবে,বিষয়টি এলাকায় জানাজানি হলে অনেকেই দু:খ প্রকাশ করে বলেন ,এই ঐতিহ্য বাহী প্রতিষ্টানের শিক্ষক দের বেতন ঈদ বোনাস না দেওয়া টা মোটেও ঠিক না। কারণ এই প্রতিষ্টানের একটা নাম,দাম আছে । এই বিষয়ে জানার জন্য জগদীশ পুর জে,সি হাই স্কুল এন্ড কলেজের প্রিঞ্চিপাল সৈয়দ মুদরেকুল হুসাইন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিলি বলেন কলেজ শাখার ফান্ডে টাকা নাই, তাই কলেজ শাখার শিক্ষক ,শিক্ষিকা দের বেতন দিতে পারিনি,ফান্ডে যখন টাকা আসবে তখন তাদের বেতন দেওয়া হবে।