ইয়াছিন তন্ময়,মাধবপুর প্রতিনিধি।। মাধবপুরের জগদীশপুর জে,সি হাই স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ মুজাম্মিল হোসেন(শামীম) এর বিরুদ্ধে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষের সাথে আলোচনা ছাড়া প্রতিষ্ঠানের গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে । গাছ কাটার বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক এর বরাবর একটি লিখিত অভিযোগও করা হয়েছে|
জানা যায় গত ১৩ই জুন জগদীশপুর জে,সি,হাই এন্ড কলেজের শিক্ষক মিলনায়তনে প্রবেশ করে একটি ফাইল কেবিনেট ও একটি চেয়ার (হাতল ওয়ালা) বিষয় টি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দৃষ্টি গোচর হয়,এর পর সাথে সাথে তিনি খোজ নিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ এর সদস্য সৈয়দ মুজাম্মিল হোসেন (শামীম) জগদীশপুর জে,সি হাই স্কুল এন্ড কলেজের গাছ কেটে,জিনিস গুলি তৈরি করে পাঠান,কিন্তু গাছ কাটার ব্যাপারে প্রতিষ্ঠান প্রধানের সাথে উনার কোন আলোচনা হয়নি,এবং কোন সূত্রে প্রতিষ্ঠান প্রধান বিষয় টি অবগত ও নন । বিষয়টি এলাকায় জানাজানি হলে নানান গুঞ্জনের সৃষ্টি হয়,আমার হবিগঞ্জের সাথে কথা হলে জগদীশপুর জে,সি,হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মোদরেকুল হোসাইন বলেন গাছ কাটার বিষয়টি সত্য তবে এ ব্যাপারে আমি কিছু জানিনা আমার সাথে পরিচালনা পরিষদের সদস্য সৈয়দ মুজাম্মিল হোসেন শামীম কোন আলোচনা না করেই গাছ কাটেন ,তাই আমি পরিচালনা পরিষদ এর সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) হবিগঞ্জ এর বরাবর প্রতিষ্ঠানের অভ্যন্তরে গাছ কাটার বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় সে জন্য একটি লিখিত আবেদন করি |