পবিএ দেব নাথ, মাধবপুর : মাধবপুরে জেলা প্রশাসকের নির্দেশে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার(২৭ এপ্রিল) দুপুরে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে অসহায়দের মধ্যে এসব বিতরণ করা হয়।
নভেল করোনা ভাইরাস (কভিট ১৯) এর প্রভাবে প্রতিনিয়ত অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে,খেটে খাওয়া দিন মজুর মানুষেরা খাবার সংকটে ভুগছেন। ঠিক সেই সময়ে মাননীয় হবিগঞ্জের এর ডিসি কামরুল হাসানের দেওয়া ত্রান মাধবপুর উপজেলা বহরা ইউনিয়নের চেয়ারম্যান এর মাধ্যমে ২২৫ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দূরত বজায় রেখে বিতরণ করা হয়েছে । এছাড়া তিনি শিশুর খাদ্য হিসেবে দুধ ২৫ টি পরিবারের মাঝে ও তুলে দেন ।

ছবি : মাধবপুরে ত্রাণ নিতে আসা দরিদ্রদের দীর্ঘ লাইন
বহরা ইউনিয়নে চেয়ারম্যান জনাব আরিফুর রহমান দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, বহরা জনগন অনেকই এই মহামারি করোনা ভাইরাসের ভয়ে কাজ কাম করতে পারছেনা। খুব কষ্টে দিন যাপন করছে তারা । এদের মধ্যে খুব্ই অসহায়দের খোঁজে বের করে মোট ২২৫ জনকে এই থাদ্য সামগ্রী তোলে দেয়া হয়।