লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোরশেদ আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা আরিছপুর নামক স্থান থেকে শুক্রবার (১৭ জুলাই) সকালে ৫’জুয়াড়িকে আটক করা হয়েছে।
আটককৃত জুয়াড়িরা হলো, ফরিদ মিয়া (৪০), পিতা মৃত নুর হোসেন, গ্রাম-রোস্তম পুর, মোঃ মাসুক মিয়া (৩০), পিতা-আব্দুল হক, গ্রাম-দলগাঁও , মোঃ মোঃ জালাল মিয়া (৩৫), পিতা মুছাম উদ্দিন, গ্রাম-আরিছপুর , মোঃ আব্দুল খালেক (৫০), পিতা আব্দুল মন্নান, গ্রাম হবিবপুর, মোঃ সুরুজ মিয়া (৫০), পিতা মৃত আব্দুল হাফিজ, গ্রাম আরিছপুর সর্ব ইউনিয়ন বহরা থানা মাধবপুর জেলা হবিগঞ্জ।

ছবি: আটককৃত জুয়াড়ি, ফরিদ মিয়া(৪০), মাসুক মিয়া(৩০), জালাল মিয়া(৩৫),
আব্দুল খালেক(৫০), সুরুজ মিয়া(৫০)
পরে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনুভা নাশতারান জুয়া খেলার অপরাধে ৫’জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১’মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।