মাধবপুরে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 7 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জায়গা নিয়ে সংঘর্ষে আহত ২

Link Copied!

সাইফুল ইসলাম জুনাইদ: মাধবপুর প্রতিনিধি  :  মাধবপুর থানাধীন হরষপুরের অন্তর্গত আমবাড়িয়া গ্রামের মৃত হাসান ডাঃ এর ছেলে নিয়ামুল হাসান সায়েম(২৫) ও মেয়ে তানিয়া হাসান সপ্না (৩৩) কে এলোপাতাড়ি আঘাত করে আহত করেছে তার চাচা শামসু মিয়া। শামসু মিয়া জোরপুর্বক সায়েম এর জায়গা দখল করে রাতের আধারে ঘর নির্মান করে। তারপর সকালে সায়েম বাধা প্রদান করলে সে সন্ত্রাসী লাঠিয়াল বাহিনী নিয়ে তাদের উপর আক্রমণ করে! মঙ্গলবার (৭এপ্রিল) আমবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সায়েম ও স্বপ্না গুরুতর আহত হয়ে মাধবপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি : সংঘর্ষে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হচ্ছে

 স্থানীয় লোকজন জানান, গত কিছুদিন আগে শামসু মিয়া তার বড়ভাই মৃত হাসান ডাঃ এর জায়গা অবৈধভকবে চকরাজেন্দ্রপুর বাসিন্দা জয়নাল মিয়ার কাছে বিক্রি করে ফেলে,  সায়েম সে বিষয়ে অবগত ছিলো না । হঠাৎ করে রাতের অন্ধকারে শামসু মিয়া সেখানে ঘর নির্মান করে জায়গা দখল করার চেষ্টা করে।
সকালে খবর পেয়ে সায়েমসহ তার পরিবারের লোক ঘটনাস্থলে পৌছলে শামসু মিয়া তার সন্ত্রাসী বাহিনী নিয়ে তাদের উপর ঝাপিয়ে পড়ে
প্রত্যক্ষদর্শী সাধারণ জনগন জানান, এহেন পরিস্থিতি দেখে শামসু মিয়া ও সন্ত্রাসীরা পালিয়ে যায়।