মাধবপুরে জাল সার্টিফিকেট দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 31 March 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জাল সার্টিফিকেট দিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

Link Copied!

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হতে এক সময় শিক্ষাগত যোগ্যতা না লাগলেও বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী সভাপতি হতে হলে বিএ পাস হতে হয়।

এ অবস্থায় যারা বিএ পাস করেননি কিন্তু সভাপতি হতে চান তারা কি করবেন? বি এ পাস করার জন্য আবার কলেজে ভর্তি হবেন! এটাই একমাত্র সমাধান হলেও কেউ কেউ সহজ সমাধান হিসেবে বেছে নিচ্ছেন কম্পিউটারে এডিট করে জাল সার্টিফিকেট তৈরি করাকে।

অভিযোগ উঠেছে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বেছে নিয়েছেন জাল সার্টিফিকেট করে সভাপতি হওয়ার এ সহজ পথকেই।

মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট মিজানুর রহমানের বিরুদ্ধে জাল সার্টিফিকেট বানিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ বাগিয়ে নেয়ার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে  ।

উপজেলার মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পদ নেয়ার জন্য তিনি এই পন্থা অবলম্বন করেন।

এর আগে হবিগঞ্জের বিভিন্ন স্থানীয় দৈনিক পত্রিকায় মিজানুর রহমানের বিরুদ্ধে লাশের পকেট থেকে মোবাইল চুরি, আদালতে গিয়ে হট্টগোল করে মামলা ছাড়াই আটক হওয়া, তিন সন্তানের জননীর শ্লীলতাহানী সহ বিভিন্ন অপকর্মের অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়।

এসব অপকর্মের দায়ে অভিযুক্ত হওয়ার পরেও তিনি কিভাবে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ লাভ করেছেন সেটি অনেকর কাছে বিস্ময়ের।

এছাড়াও তিনি হবিগঞ্জের একটি স্থানীয় দৈনিকের সাংবাদিক হিসেবেও পরিচয় দিয়েও বেড়ান।

এ বিষয়ে মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি সঠিক সার্টিফিকেট দিয়েছি, কেউ দরখাস্ত দিয়ে থাকলে তদন্ত করে দেখা হোক।

এ ব্যাপারে মাধবপুর উপজেলা নির্বাহি অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি।

অভিযোগ তদন্তে উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে দিয়েছি।

৭ দিনের ভেতরে তদন্ত কমিটির প্রতিবেদন দেয়া সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তদন্তে মিজানুরের সার্টিফিকেট জল বলে প্রমাণিত হলে তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হবে।