ঢাকামঙ্গলবার , ১ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জাতীয় বীমা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মো: জাকির হোসেন,মাধবপুর
মার্চ ১, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জের মাধবপুরে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্সের আয়োজনে জাতীয় বীমা দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল ১১ঘটিকার সময় মাধবপুর উপজেলা চত্বরে র‍্যালী শেষে উপজেলা মিলনায়তনে (স্বচ্ছতা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন। তিনি বলেন জাতীয় বীমা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার অংশ হিসেবে বীমাকে নিয়ে যে স্বপ্ন দেখে ছিলেন দীর্ঘ দিন তা বাস্তবায়ন হয়নি তারই কন্যা সোনার গড়ার ক্বারীগর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বীমার উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ হিসেবে বীমা দিবস চালু করেন।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন মাধবপুর পৌর মেয়র হাবিবুর রহমান মানিক,বীমা ব্যক্তিত্ব সেলিম খান, কৃষি কর্মকর্তা হাসান আল মামুন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।

সভায় সঞ্চালনা করেন মাধবপুর ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জোনাল ইনচার্জ ক্বারী আরশাফ আলী।

Developed By The IT-Zone