রুয়েল আহাম্মেদ রুবেল : হাজার বছরের শ্রেষ্ট্র বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাধবপুর উপজেলা প্রঙ্গনে বঙ্গবন্ধু স্মৃতিস্থম্ভের সামনে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব এড. মাহবুব আলী এমপি সহ মাধবপুর উপজেলা প্রশাসন শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পার্পন প্রদান করেন।
আজ সকাল ৮ টার সময় মাধবপুর থানার ডাক বংলায় প্রতিমন্ত্রী ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব সহ উনার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মাধবপুর উপজেলা প্রঙ্গনে এসে উপজেলার সবাইকে নিয়ে ফুলের তুরা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) আয়েশা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, পৌরসভার মেয়র বাবু সুকমল রায় মাধবপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি জনাব মুসলিম, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন,সহ আওয়ামীলীগের আরো অনেক নেতাকর্মী।
মন্ত্রী মহোদয়ের শ্রদ্ধা নিবেদনের পরে পুষ্পার্পন পদান করেন মাধবপুর উপজেলা প্রশাসেন,মাধবপুর থানা প্রশাসন, তার পর মাধবপুর উপজেলা আওয়ামীলীগ,উপজেলা যুবলীগ,উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর,উপজেলা ছাত্রলীগ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ উপজেলার সর্বসাধারণ।
প্রতিমন্ত্রী সবাইকে নিয়ে ১৫ আগষ্ট কাল রাতে বঙ্গবন্ধুর স-পরিবারের সাথে ঘঠে যাওয়া ঘঠনার কথা স্মরণ করে শোক প্রকাশ করেন।