
ছবি: পোনামাছ অবমুক্তকালে উপস্থিত জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: শাহজাদা খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান।
লিটন বিন ইসলাম, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২০-২০২১ অর্থবছরে অভ্যন্তরীণ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে মাধবপুর উপজেলার ৮ নং বুল্লা ইউনিয়ের খাষ্ট্রি নদীতে ২৩৪ কেজি এবং উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের পুকুরে ৫০ কেজি সহ মোট ৩৩৪ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্ত কালে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো: শাহজাদা খসরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবু আসাদ ফরিদুল হক,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বাবু সুকুমল রায় সহ আরো অনেকেই।