মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যানসার টেস্ট স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৬ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বিকেল পর্যন্ত ৩০ থেকে ৬০ বছর বয়সী নারীদের (গর্ভবতী ছাড়া) বিনামূল্যে এইসব টেস্ট করা হয়েছে । স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে ইউনাইটেড ন্যাশন পপুলেশন ফান্ড এর অর্থায়নে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: নাদিরুজ্জামান জানান, ইউএনপিএফ এর অর্থায়নে স্বাস্থ্য ক্যাম্পটি সফল করার লক্ষে আমরা প্রচার প্রচারনা চালিয়ে ছিলাম। যার ফলে আজকে ব্যাপক সাড়া পেয়েছি। উক্ত প্রকল্পের জেলা পর্যায়ে দায়িত্বে থাকা ফিল্ড অফিসার লুৎফুর রহমান খান জানান,আমাদের এ প্রকল্পের অর্থায়নে সারা বাংলাদেশে বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যানসার টেস্ট স্বাস্থ্য ক্যাম্পেইন ধারাবাহিকভাবে চলমান রয়েছে। হবিগঞ্জ জেলার ৭টি উপজেলায় আমাদের নিজস্ব প্রশিক্ষণ প্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সের মাধ্যমে আমরা এই টেস্ট অব্যাহত রেখেছি।