মাধবপুরে জমি নিয়ে দু,পক্ষের সংঘর্ষ : নিহত ১ জন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 26 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে জমি নিয়ে দু,পক্ষের সংঘর্ষ : নিহত ১ জন

Link Copied!

শেখ শাহাউর রহমান বেলাল::
হবিগঞ্জের মাধবপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে  মর্তুজ আলী নামে  এক বৃদ্ধ নিহত ও নারী সহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১ টার দিকে উপজেলার হারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জন কে আটক করেছে। একটি জমি নিয়ে ওই গ্রামের  শামসুল হক ও মকবুল মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিরোধপূর্ন জমিতে মকবুল  দখলে গেলে  প্রতিপক্ষ সামছুল হক  বাধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠি সোটা  নিয়ে  সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী সহ কমপক্ষে ১০জন আহত হয়।   গুরুতর আহতদের মধ্যে   বৃদ্ধ মর্তুজ আলী  কে মাধবপুর স্বাস্থ্য  কমপ্লেক্সে  নিয়ে গেলে   কর্তব্যরত ডাঃ মৃত ঘোষনা করেন।  ফজলুর রহমান নামে আরেক বৃদ্ধের অবস্হা আশংকাজনক  বলে জানা গেছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত গোলাম দস্তগীর আহমদ  সত্যতা নিশ্চত করে বলেন, বিরোধপূর্ণ  জমি নিয়ে দুদলের সংঘর্ষ বাধার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্হলে পৌছে পরিস্হিত নিয়ন্ত্রনে আনে।এঘটনায় তিনজন কে আটক করা হয়েছে।