লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই খুনের ঘটনায় পুলিশ ঘাতক ভাই কে হাওরে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। রোববার (১৭মে) দুপুরে উপজেলার রাজাপুর এলাকার একটি হাওর থেকে ভাই হত্যাকারী ইদন মিয়া (৪০) কে গ্রেপ্তার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, উপজেলার বহরা ইউনিয়ের মেরাশানী গ্রামের ইউসুফ আলীর ছেলে ইদন মিয়া ও মৌলানা আব্দুল আহাদের মধ্যে বাড়ির জায়গা এবং টয়লেট নিয়ে শনিবার দুপুরে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে বড় ভাই ইদন মিয়া ছোট ভাই মৌলানা আব্দুল আহাদ কে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরত্বর জখম করে। রাতে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়

ছবি : পুলিশের হাতে আটক খুনি ইদন মিয়া
এর পরই ঘাতক বাড়ি থেকে পালিয়ে যায়। পুলিশ রাত থেকেই ভাই হত্যাকারী ইদন মিয়া কে গ্রেফতারে মাঠে নামে। রোববার গোপন সুত্রে খবর পেয়ে তার শশুর বাড়ি রাজাপুর গ্রামে ইন্সপেক্টর আব্দুল কাইয়ুমের নেত্বত্বে পুলিশ অভিযান চালাতে গেলে পুলিশের উপস্হিতি টের পেয়ে সে হাওরে পালিয়ে যায়।
সেখানে অনেক চেষ্টার পর ইদন মিয়া কে গ্রেফতার করে পুলিশ । এদিকে ময়না তদন্ত শেষে নিহতের লাশ সিলেট থেকে বাড়ি পৌছেছে। রবিবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দির,ওসি ইকবাল হোসেন,ট্রাফিক পরিদর্শক ফারুক আল মামুন।