মাধবপুরে ছায়েব আলীর মৃত্যুতে আনজুমানে আহ্সানিয়া বাংলাদেশের কেন্দ্রিয় সাধারন সম্পাদকের শোক। - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 July 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ছায়েব আলীর মৃত্যুতে আনজুমানে আহ্সানিয়া বাংলাদেশের কেন্দ্রিয় সাধারন সম্পাদকের শোক।

Link Copied!

“ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”

মশুরীখোলা দরবার শরীফের একনিষ্ঠ ভক্ত, মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশের কেন্দ্রিয় কমিটির সদস্য ও মশুরীখোলা আনজুমানে আহসানিয়া বাংলাদেশ এর ৬ নং শাহজাহান পুর কমিটির সম্মানিত সভাপতি গোয়াছনগর,মাধবপুর, হবিগঞ্জ নিবাসি মুহতারাম মুহাম্মদ সাহেব আলী আজ সকাল ৫.৩০ মিনিটে ইন্তেকাল করেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

ওনার ইন্তেকালে মশুরীখোলা দরবার শরীফের পীর সাহেব হুজুর ক্বেবলা আলহাজ্ব হযরত মাওলানা শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মাঃ জিঃ আঃ) ও মশুরীখোলা আনজুমানে আহ্সানিয়া বাংলাদেশের কেন্দ্রিয় সাধারন সম্পাদক মাওলানা শাহ মুহাম্মদ সাইফুজ্জামান শোক প্রকাশ করেন।

এবং সকলের কাছে মরহুমের আত্বার মাগফিরাত কামনা করেন।