মাধবপুরে নির্মানাধীন আকিজ গ্লাস ফ্যক্টরীর একটি ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে আসাদ মিয়া নাম এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আসাদ মিয়ার বাড়ি নীলফামারী জেলার ডোমার উপজেলার জালিয়াপাড়া গ্রামে। তার পিতার নাম সোলেমান মিয়া।
সোমবার(২৬ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে কাজ করার সময় আসাদ মিয়া আকিজ গ্লাস ফ্যাক্টরীর একটি ১০ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে সাথের লোকজনকে আসাদের ইসিজি করাতে পরামর্শ দেন। ইসিজি না করিয়েই দ্রুত আসাদকে নিয়ে সটকে পড়েন সাথের লোকজন। পরে আসাদ মারা যায়।
মাধবপুর থানার উপপরিদর্শক দ্বীন মোহাম্মদ ছাদ থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।