মাধবপুরে নির্মাণাধীন টিনশেড বসতঘরের ছাদে পানির ট্যাংকি স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল গফুর (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আব্দুল গফুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র।
জানা যায়,আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ১১ টায় নিজ বাড়িতে নির্মানাধীন বসত ঘরের ছাদে পানির ট্যাংকি স্থাপনকালে অসাবধানতাবসত বাড়ির ছাদের পাশে থাকা পল্লী বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে আসলে আব্দুল গফুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে পড়ে যান।
এসময় তার মেয়ে মারুফা এবং তার স্বামী জাবেদ মিয়ার চিৎকারে লোকজন এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠানোর সময় আব্দুল গফুরের মৃত্যু হয়।
আব্দুল গফুরের পুত্র শাহীন মিয়া তার পিতার বিদ্যুতস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি মাধবপুর থানায় অবহিত করেছেন।মাধবপুর থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।