মাধবপুরে ছাত্রসেনার উদ্যোগে জীবাণুনাশক ঔষধ স্প্র্রে করা হয়েছে - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 26 March 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ছাত্রসেনার উদ্যোগে জীবাণুনাশক ঔষধ স্প্র্রে করা হয়েছে

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :  মাধবপুর উপজেলার জগদীশপুর বাজারে করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রিকশাসহ বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেছে ইসলামী ছাত্রসেনার কর্মীরা।

বৃহস্পতিবার (২৬মার্চ) সকাল থেকে জগদীশপুর বাজারের বিভিন্ন স্থানে এই জীবাণুনাশক স্প্রে করেন ইসলামী ছাত্রসেনার সদস্যরা।


করোনা ভাইরাসের কবল থেকে রক্ষা পেতে ঔষধ, কাঁচামাল ও মুদির দোকান ছাড়া সকল প্রকার দোকানপাট বন্ধ।
কিন্তু জগদীশপুর বাজারে মানুষের সমাগম কমছে না কোনভাবেই।
তাই ইসলামী ছাত্রসেনার কর্মীরা জীবাণুনাশক স্প্রে করে।

জগদীশপুর বাজারের বিভিন্ন স্থানে এবং প্রথ্যেকটি দোকানে, দোকানে। এবং রিকশা, মটর সাইকেল, অটো, প্রাইভেট গাড়ি, সহ সকল যানবাহনে জীবাণুনাশক স্প্রে করেন ইসলামী ছাত্রসেনার সদস্যরা।

এ সময় বাজারে অবস্থানরত সবার মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধের সচেতনতা বার্তা দেয়া হয় এবং প্রয়োজন ব্যাতিত বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ করেন উপজেলার সাধারন সম্পাদক মোঃ বায়েজিদ আহমেদ

ইসলামী ছাত্রসেনার মাধবপুর উপজেলার সাধারন সম্পাদক মোহাম্মদ বায়েজিদ আহমেদ, আমার হবিগঞ্জ কে জানান, বর্তমান (মরণব্যাধি করোনা ভাইরাস) থেকে দেশ, সমাজ ও প্রতিটা মানুষকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ।