মাধবপুরে ছাতিয়াইন বাজারে ভ্রাম্যমান অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 9 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ছাতিয়াইন বাজারে ভ্রাম্যমান অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Link Copied!

ছবি: ভ্রাম্যমান অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করছেন সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার

 

 

আক্তার হোসাইন, মাধবপুর : মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের ছাতিয়াইন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
পরিচালনা করা হয়।

রবিরাব (৯ আগস্ট) সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ অভিযার পরিচালনা করেন। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, ভূমি কমকর্তা দেবী প্রসাদ কর, উপজেলা সার্ভেয়ার জনাব, সহিদুল ইসলাম, স্থানীয় ইউ/পি চেয়ারম্যান সহিদ উদ্দীন আহমেদ প্রমুখ।

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অনেক গুলো অবৈধ দোকান পাট সরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে যাতে পুনরায় প্রশাসনিক অনুমতি ছাড়া এ ধরনের স্থাপনা না করা হয় এ বিষয়ে সতক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার দৈনিক আমার হবিগঞ্জকে জানান ভবিষ্যতে এ ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।