মাধবপুরে ছাগল নিয়ে ক্ষুদ্র ঘটনায় মহিলা নিহত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 30 June 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ছাগল নিয়ে ক্ষুদ্র ঘটনায় মহিলা নিহত

Link Copied!

 হবিগঞ্জের মাধবপুরে বাড়ির উঠোন দিয়ে  ছাগল যাওয়া কে কেন্দ্র করে রাশিদা বেগম(৩৫) নিহত হয়েছে।
নিহত রাশিদার ছোট বোন আকলিমার সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১ টার দিকে  রাশিদার ভাসুর খলিল মিয়ার উঠোনের উপর দিয়ে নিহত রাশিদার একটি ছাগল গেলে খলিল  মিয়ার পরিবারের সাথে আকলিমার বড় বোন শামীম মিয়ার স্ত্রী  রাশিদার  তর্কবিতর্ক  হলে এক পর্যায়ে খলিল মিয়া ও তার ভাই বিল্লাহ সহ তার স্ত্রী স্বপনা বেগম ও তার মেয়ে  সুমাইয়া ও তার ছেলে তানভির রাশিদা কে ঝাপটে ধরে এক পর্যায়ে খলিল মিয়ার ছেলে তানভির ইট দিয়ে আঘাত করলে রাশিদা গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় রাশিদা কে হাসপাতালে নিয়ে যাওয়ার রাস্তায় মারা যায়। নিহত রাশিদা খলিল মিয়ার ছোট ভাই শামীম এর স্ত্রী।
মঙ্গলবার বিকালে মাধবপুর উপজেলার জগদীশপুর ইউপির বেলঘর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় মাধবপুর থানার একদল পুলিশ।  ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই খলিল মিয়ার পরিবার বাড়ি থেকে পালিয়ে যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন জানান লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।