মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে পবিত্র ঈদ-উল আযহা সামনে রেখে গতকাল ১৮ জুলাই শনিবার ২নং চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে চেয়ারম্যান মোহাম্মদ আপন মিয়ার সভাপতিত্বে সামাজিক দুরুত্ব বজায় রেখে আইনশৃঙ্খলা ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজ এবং কোভিড ১৯ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলীর একান্ত সচিব মোহাম্মাদ মোসাব্বির হোসেন বিল্লাল।
এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকফারুক মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন ছুরুক মিয়া ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীসহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।