মাধবপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আবু শ্যামা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 20 November 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে চিরনিদ্রায় শায়িত হলেন বীরমুক্তিযোদ্ধা আবু শ্যামা

Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর প্রতিনিধিঃ  হবিগঞ্জের মাধবপুরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবু শ্যামা শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন। তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।
শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে রাষ্টীয় মর্যাদা শেষে বিদায়ী বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে । তিনি শুক্রবার (১৯ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবি : বীরমুক্তিযোদ্ধা আবু শ্যামা কে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হচ্ছে

এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মধু মিয়া,শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন খান, তেলিয়াপাড়া ফাঁড়ি ইনচার্জ মজিবুর রহমান চৌধুরী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সহ প্রমূখ।