মাধবপুরে চিঠি লিখে ট্রেনের নিচে পড়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা  - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 27 December 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে চিঠি লিখে ট্রেনের নিচে পড়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা 

অনলাইন এডিটর
December 27, 2020 1:14 am
Link Copied!

ইয়াছিন তন্ময়, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে সুইসাইড নোট লিখে ট্রেনের নিচে পড়ে মন্দিরা সাঁওতাল (২২) নামে এক নারী চা শ্রমিকের আত্মহত্যা করেছে।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে আখাউড়া সিলেট রেলওয়ে সেকশনের তেলিয়াপাড়া রেলস্টেশনের ৫০’গজ উত্তরে এ ঘটনা ঘটে।
নিহত মন্দিরা সাঁওতাল উপজেলার সুরমা চা বাগানের বলরাম হাজদারের বড় স্ত্রী ও দুই সন্তানের জননী । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই মহিলা দীর্ঘ সময় যাবত রেললাইনের পাশে বসে ছিল। চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি আসলে তিনি দৌড়ে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এতে তার শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন হয়ে চার টুকরো হয়ে যায়। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রেলওয়ে পুলিশের শ্রীমঙ্গল থানাকে অবগত করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বলরাম হাজদা তার স্ত্রী মন্দিরা সাঁওতালকে রেখে আরেকটি মেয়েকে পালিয়ে বিয়ে করে। এতে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল।
সুইসাইড নোটে লেখা ছিল, আমি প্রেগন্যান্ট, বলরাম আমাকে অস্বীকার করায় আমি আত্মহত্যা করেছি। শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই হুমায়ুন কবির জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছি।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।