মোঃ মিটন মিয়া, মাধবপুর : মাধবপুরে মহামারি করোনাভাইরাস সংকটে অসহায়, দুস্থ,দরিদ্র চা-শ্রমিক শিক্ষার্থী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল (২৪ আগস্ট) সোমবার সকালে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প- মাহুঝিলের আয়োজনে, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায়। চা-বাগানের ব্যবস্থাপক মোঃ আবুল কাশেম ২৪৪ টি শিক্ষার্থী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য উপকরণ সামাজিক দুরুত্ব বজায় রেখে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক জাকির হোসেন, প্রকল্প ব্যবস্থাপক দুর্লভ মান্না দির্বা , উত্তম কুমার বিন, পঞ্চায়েত সেক্রেটারি বিশ্বপান তাঁতি প্রমুখ।