ইয়াছিন তন্ময় : দেশের চলমান লকডাউনে,অভাবে অনাহারে দিন কাটাচ্ছে মাধবপুরের কর্মহীন চা শ্রমিক রা। করোনায় যখন সমস্ত দেশ বিপর্যের মুখে,লগডাউন দেওয়া হয়েছে সব যায়গায় ঠিক তখনি কাজ হারিয়ে ঘরে বসে মানবেতর জীবন যাপন করছে মাধবপুর উপজেলার পাঁচ চা বাগানের চা শ্রমিকরা। চারদিকে লকডাউন থাকায় যারা বাগানের বাহিরে গিয়ে গ্রামে,শহরে কাজ করত তারা এখন ঘর বন্দি। ফলে পরিবার পরিজন নিয়ে অভাবে না খেয়েও দিন কাটাতে হচ্ছে তাদের।
জগদিশপুর চা বাগানের বাসিন্দা সঞ্জিব দাস গুপ্ত দৈনিক আমার হবিগঞ্জকে জানান,উপজেলার বিভিন্ন এলাকায় সরকার ত্রান সামগ্রী দিলেও ঠিক মত তাদের ত্রান দেওয়া হচ্ছে না। তিনি আরো জানান, একই পরিবার থেকে মাত্র একজন চা বাগানে কাজ করতে পারে আর বাকিরা কর্মহীন। এক দিনের কাজের বিনিময়ে পারশ্রমিক দৈনিক মাত্র ১০২ টাকা আর পরিবারের বাকিরা সদস্য দের অন্য জায়গায় কাজের সন্ধানে যেতে হয়। তাই সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের কাছে আবেদন জানিয়েছেন এই চা শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য।