হবিগঞ্জের মাধবপুরে চাঞ্চল্যকর মিশু হত্যা মামলার আসামি শাজাহান মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঘাসুরা এলাকা থেকে মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা’র নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাজাহান মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে হরিতলা গ্রামের আব্দুর নূর এর পুত্র।
পরবর্তীতে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে গ্রেফতারকৃত আসামীকে জেলে পাঠানো হয়। গ্রেপ্তার ও জেলে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক।
উল্লেখ্য গত বছরের ৪ নভেম্বর মাঝরাতে ওয়াজ-মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মৌলানা আসাদ আলী ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র আতিকুল ইসলাম মিশু নিহত হয়।
এ ব্যাপারে নিহতের মা তাসলিমা আক্তার বাদী হয়ে মাধবপুর থানায় মামলা দায়ের করলে তদন্তে শাহজাহান মিয়ার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।