মাধবপুরে চাঁদাবাজির মামলায় দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 10 July 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে চাঁদাবাজির মামলায় দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

Link Copied!

মাধবপুরে চাঁদাবাজি মামলায় দুই ইউপি সদস্য সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ জুলাই) মধ্য রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ৩ আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ সুত্র জানা যায়, মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চা জনগোষ্ঠীর শ্রমিকের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত অনুদান থেকে ৫০০০ টাকা উত্তোলন এর জন্য স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) থেকে টোকেন সংগ্রহ করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয়। প্রতিটি টোকেনের জন্য মেম্বারের লোকজন বলপূর্বক ৫০০ টাকা আদায় করে আসছিল।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা মাধবপুর থানায় অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়। পরে নোয়াপাড়া ইউনিয়নের দুই ইউপি সদস্য ও এক সদস্যের ছেলে কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হল নোয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাবুল চন্দ্র র‍্যালী ও তার ছেলে লিটন র‍্যালী, ৬নং ওয়ার্ড সদস্য দুলাল ঘোষ কে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি জাবেদ মাসুদ সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁদাবাজির মামলার গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান।