ইয়াছিন তন্ময় মাধবপুরঃ মাধবপুরে শিক্ষার্থীদের দীর্ঘ অপেক্ষার পালা সমাপ্তি হচ্ছে । মহামারি করোনাভাইরাসের কারণে ৫৪৩ দিন বা এক বছর পাঁচ মাস ২৪ দিন বন্ধের পর আগামী ১২ই সেপ্টেম্বর রোববার খুলছে স্কুল-কলেজ। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণায় স্বস্তি ফিরেছে শিক্ষকসহ সব শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলার জগদীশপুর,হরি তলা, সাতপাড়িয়া,সহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা শ্রেণিকক্ষ, বেঞ্চসহ আসবাবপত্র পরিষ্কার করতে ব্যস্ত সময় পার করছেন। এ ছাড়াও বিদ্যালয়ের আশপাশ ও মাঠে জমে থাকা আগাছাও পরিষ্কার করতে দেখা গেছে। বেলঘর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বাবা বলেন স্কুল বন্ধ। সারাদিন চার দেয়ালের মাঝে আমার ছেলে বন্দি। মোবাইল বা টেলিভিশন দেখে কেটেছে সময়, যা এখন রীতিমতো আসক্তিতে পরিণত হয়েছে। সরকারের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।
মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক বিদ্যালয় গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। স্কুল খোলার সংবাদ শুনেই শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। তাঁরা সারাদিন স্কুলে থেকে স্কুলের আঙিনা, প্রতিটি কক্ষ, ওয়াশব্লক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমাদের নির্দেশনা হচ্ছে শিক্ষার্থীদের বিন্দু মাত্র স্বাস্থ্য ঝুঁকি যেন না হয়।