মাধবপুরে চলছে আউশ ধান কাটার উৎসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 20 August 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে চলছে আউশ ধান কাটার উৎসব

Link Copied!

ইয়াছিন তন্ময়ঃ   মাধবপুর উপজেলায় ফসলের মাঠে শুরু হয়েছে আউশ ধান কাটার উৎসব। উপজেলার বিভিন্ন এলাকায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে উপজেলার জগদীশপুর, শাহজানপুর,নোয়াপাড়া সহ বিভিন্ন ইউনিয়নে গিয়ে দেখা যায় কৃষক রা আউশধান ঘরে তুলছে। উপজেলা কৃষি অফিস সুত্রে জানাযায় এ বছর ৮ হাজার তিনশত হেক্টর জমিতে আউশধানের চাষ হয়েছে।
সরকারি ভাবে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার কৃষকদের মাঝে বিতরণ,আউশ ধান আবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণ সহ উপজেলা কৃষি অফিস বিভিন্নভাবে মনিটরিং করায় ১০০ থেকে ১১০ দিনের মধ্যে মাধবপুর উপজেলায় আউশ ধানের বাম্পার ফলন হয়েছে।

ছবি : মাধবপুরে আউশ ধান কাটায় ব্যস্ত কৃষকরা

করিম মিয়া নামে কৃষক বলেন আবহাওয়া অনুকূলে থাকায় এবং কৃষি অফিসের সহযোগিতায় আউশধানের খুব  ভাল ফলন পেয়েছি। মাধবপুর উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান বলেন, আমরা নিয়মিত কৃষক দের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ভাবে সার বীজ দিয়ে ও পরামর্শ দিয়ে সহযোগিতা করছি।তাই এ বছর  আউশধানের খুব ভাল ফলন হয়েছে।