ঢাকাTuesday , 14 May 2024
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ঘুষ গ্রহনের অভিযোগে এসআই ক্লোজড

Link Copied!

মাধবপুর থানার উপ পরিদর্শক সুজন শ্যামকে ক্লোজড করা হয়েছে। ক্লোজ করার সুনির্দিষ্ট কারন জানা যায় নি। তবে একাধিক সূত্রে জানা গেছে মাধবপুর উপজেলার মৌজপুর এলাকার ডোমপাড়ার সেলিম মিয়া তার নিজ মালিকানাধীন জায়গা থেকে মাটি উত্তোলণ করে বাড়ি নির্মানের কাজ শুরু করলে সুজন শ্যাম মাটি কাটার কাজ বন্ধ করার হুমকি দিয়ে আদাঐর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আবু মিয়ার যোগসাজসে সেলিমের কাছ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নেন।

বিষয়টি জানাজানি হলে সুজন শ্যামকে হবিগঞ্জ জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। যোগাযোগ করা হলে আবু মিয়া মেম্বার জানান, ‘ সেলিম মিয়ার মাটি কাটার কাজে এসআই সুজন শ্যাম এসে বাঁধা দিলে সেলিমের সাথে দফারফা হয়। তবে কতো টাকায় দফারফা হয়েছে তা আমার জানা নেই।আর লেনদেনের সাথে আমি জড়িত নই।’ এসআই সুজন শ্যাম সেলিম মিয়ার কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।

সেলিম মিয়ার সাথে মোবাইলে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে ‘আমি এখন ঝামেলায় আছি’ বলে ফোন কেটে দেন। হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ক্রাইম) হাসিবুল ইসলাম আমার হবিগঞ্জকে জানান, ‘প্রশাসনিক কারনে এসআই সুজন শ্যামকে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে উথ্বাপিত অভিযোগের তদন্ত শুরু হয়েছে।’