মোঃজাকির হোসেন মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে প্রেমিক ঘরে না তুলায় প্রেমিকা সালমা বেগম (৩২) বিষ পান করে আত্মহত্যা করেছে।
বুধবার (৯জুন) দুপুরে পুলিশ ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করেছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই দেবাশীষ জানান, রসুলপুর গ্রামের আব্দুল আহাদ মিয়ার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সোনামুড়া গ্রামের সালমা বেগম নামে এক নারীর মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
মঙ্গলবার সালমা বেগম রসুলপুর গ্রামের আব্দুল আহাদের বাড়িতে এসে তাকে ঘরে তুলে নিতে চাপ সৃষ্টি করে। আব্দুল আহাদ রাজি না হওয়ায় সালমা বেগম পুকুর পাড়ে বিষ পান করে। গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ ও থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সালমার মা জাহানারা বেগম জানান, গত ৩ মাস আগে সালমা উমান থেকে দেশে আসে। ১৪ দিন আগে আব্দুল আহাদের সঙ্গে সালমার বিয়ে হয়। মঙ্গলবার সালমা আব্দুল আহাদের বাড়িতে যায়। রাতে খবর পাই সালমা মারা গেছে। সালমার মার দাবি তার মেয়ে কে হত্যা করা হয়েছে।