ইয়াছিন তন্ময় : দেশের বেসরকারি খাতের ব্যাংক এশিয়া কর্পোরেট ব্যাংকিংয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও এজেন্ট ব্যাংকিংসহ নতুন নতুন সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে সেবাপৌছে দিচ্ছে ব্যাংক এশিয়া। গ্রামাঞ্চলের দারিদ্র মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে এই করোনা মহামারি তে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছ ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর সদস্যরা। মাধবপুরের জগদীশপুরে ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার কার্যক্রম শুরু হয়েছিল গত কয়েক মাস আগে। তার পর থেকে আর থেমে নেই ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংর সেবা। ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রতিদিনই বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতাসহ সকল কার্যক্রমের সেবা দেওয়া হচ্ছে এখান থেকে।

ছবি : মাধবপুরে ঘরে ঘরে গিয়ে সেবা দিচ্ছে ব্যাকং এশিয়া এজেন্ট ব্যাংকিং এর এক কর্মকর্তা
আমার হবিগঞ্জের সাথে কথা হলে জগদীশপুর ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংক এর সেবা প্রাপ্ত রহম আলি নামে একজন ভাতাভোগী জানান, আগে ভাতার টাকা মাধবপুর ও নোয়াপাড়া থেকে গিয়ে আনতে হত। এইবার আমার শরীর খারাপ থাকার আমি যাইতে পারিনি। কিন্তু ব্যাংক এশিয়ার লোকজন আইয়া আমার ঘরে টাকা দিয়ে গেছে। জগদীশপুর ব্যাংক এশিয়া শাখার ব্যাবস্থাপক পাবেল আহম্মেদ দৈনিক আমার হবিগঞ্জকে বলেন, এই মাহামারি তে ও আমরা প্রতিদিন গ্রাহক সহ বিভিন্ন ভাতাভোগী র বাড়ি বাড়ি গিয়ে সেবা দিচ্ছি। যা দেশের ব্যাংকিং সেবার ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এখান থেকে এশিয়া ব্যাংকের একাউন্ট খোলাসহ বিভিন্ন ধরনের সেবা দেয়া হয় । ।