মাধবপুরে গ্রাম বাংলার বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গ্রাম বাংলার বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত

অনলাইন এডিটর
August 22, 2020 10:17 pm
Link Copied!

ছবি: মাধবপুরে গ্রাম বাংলার বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা।

 

মোঃ জাকির হোসেন, মাধবপুর : ভোরের আলো ফুটতে না ফুটতেই মৎস্য শিকারিরা বিভিন্ন জেলা উপজেলা থেকে জড়ো হয়েছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবপুর গ্রামের আবু ছায়িদ মতিন বর্তমান মেম্বারের বাড়ির পাশে তার ঐতিহ্যবাহী পুকুরে।

তাঁদের কারও হাতে বড়শি, আবার কারও হাতে মাছের খাবার। কেউ কেউ আবার মোড়া ও মাছ রাখার জাল নিয়ে এসেছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ছয়টা থেকে ঐতিহ্যবাহী পুকুরের চার পাড়ে মাছ ধরার উৎসবে মেতে ও উঠেন মৎস্য শিকারিরা। সন্ধ্যা ৬’টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা চলে মাছ শিকার। এই মাছ ধরার উৎসবে বড়শিতে ধরা পড়ে রুই, কাতল, ব্রিগেড, মৃগেল, তেলাপিয়সহ দেশি প্রজাতির মাছ। পুকুরে মাছ ধরা উৎসবকে কেন্দ্র করে যেন এক মিলনমেলা হয়। আয়োজকেরা জানান, আজ থেকে শুরু হওয়া এ মাছ ধরার উৎসব আগামীতে ও চলবে।

১’নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল ইসলাম কামাল ও জেলা পরিষদ ১৫ নং ওয়ার্ডের সদস্য মহিউদ্দিন কামাল বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা দুপুরে পরিদর্শন করেন।

সরেজমিনে দেখা যায়, পুকুরের চার পাড়ে বাঁশ ও কাঠের গুঁড়ি দিয়ে ১৫টি মাচা করা হয়েছে। প্রতিটি মাচায় সর্বনিম্ন দুইজন থেকে সর্বোচ্চ চারজন পর্যন্ত মাছ ধরতে বসেছেন। প্রতি মাচার ফি ১০ হাজার টাকা করে। পরে সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে সর্বোচ্চ মাছ ওজন দাতার মাঝে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় জনকে নগত টাকা পুরস্কার বিতরণ করা হয়।

১’ম পুরুস্কার গ্রহণ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ সাজু মিয়া নগত ৪০,০০০ টাকা।
২’য় পুরুস্কার গ্রহণ করেন মাধবপুর উপজেলার মোঃ আজগর আলি নগত ৩০,০০০ টাকা।
৩’য় পুরুস্কার গ্রহণ করেন মাধবপুর উপজেলার মোঃ মহিউদ্দিন কামাল নগত ২০,০০০ টাকা।