মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ( সিভিডিপি) -৩য় পর্যায় ( বার্ড) এর সফল বাস্তবায়নের লক্ষে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৩০ ডিসেম্বর) দুপুর বারোটায় উপজেলা প্রাণী সম্পদ অফিসের প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাধবপুর উপজেলার ৬০ টি গ্রাম উন্নয়ন সমিতির গ্রাম কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। মাধবপুর উপজেলা সমবায় অফিসার তাপস কান্তি বড়ুয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মজিবুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফরিদুল হক সমবায়ীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।