ঢাকাSaturday , 4 April 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় রাস্তা সংস্কার

Link Copied!

পিন্টু অধিকারী  মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় ও ইউনিয়ন পরিষদের অনুদানে ২টি রাস্তা সংস্কার করা হয়েছে। বেজুড়া গ্রামের সামাজিক উদ্যোক্তা টুটুল নন্দী মজুমদার জানান,বেজুড়া বাসস্ট্যান্ড হইতে মিলন মন্দির হইয়া কালীবাড়ির রাস্তার ২টি পুকুরের গাইড ওয়াল ও মাটি ভরাট করার কাজ সম্পন্ন হয়েছে এই কাজটি একটি ব্যয় বহুলকাজ ছিল।

ছবি : সম্প্রতি মাধবপুরে গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় এই রাস্তার সম্পন্ন হয়েছে

জানা যায় উপজেলার জগদীশপুর ইউনিয়ন পরিষদের ৪ লক্ষ টাকা আর্থিক অনুদান ও গ্রামবাসীর প্রায় ৬ লক্ষ টাকা সমন্বয় করে কাজটি সম্পন্ন করার জন্য গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ বেনু মিয়া কে দায়িত্ব দেয়া হলে তিনি কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজটি সম্পন্ন করেন। কাজটি সম্পন্ন করার জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী পূরণ হওয়ায় অত্র ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, হাজী আদিল হোসেন মেম্বার,মহিলা মেম্বার মোছাঃ মালেকা আজিজ তরুণ সমাজ সেবক মোঃ বেনু মিয়াকে কৃতজ্ঞতা জানিয়েছেন।