মাধবপুরে গৃহ নির্মান প্রকল্পের চাবি তুলে দিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 13 August 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গৃহ নির্মান প্রকল্পের চাবি তুলে দিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :   বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. এড. মাহবুব আলী এমপি বলেছেন, দেশের প্রতিটি মানুষের বাসস্থান নিশ্চিত করতে নিরলস কাজ করছে সরকার। তিনি বৃহস্পতিবার (১৩আগস্ট) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলা হল রুমে মাধবপুর উপজেলার গৃহহীনদের জন্য দূর্যোগ স্থানীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের উপকারভোগী পরিবারের মাঝে ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ছবি : বক্তব্য রাখছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী

কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে টি আর কর্মসূচির আওতায় ১১টি ইউনিয়নে ১৮ টি ঘর নির্মাণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সমাজসেবা বিভাগের আওতায় মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের ৫ হাজার ৫৪৬ জন চা শ্রমিককে জনপ্রতি ৫ হাজার টাকা হারে মোট ২ কোটি ৭৭ লাখ টাকা বিতরণ করা হয়।

 

প্রতিমন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে নানা কর্মসূচি বাস্তবয়ন করছে। এসব কর্মসূচির আওতায় খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ সহায়তা অনগ্রসর জাতি গোষ্ঠীর উন্নয়নে সহায়ক হবে। এ সময় অন্যান্যের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান সহ উপজেলার সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।