মাধবপুরে গৃহবধুর মৃত্যু : পুলিশের লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 26 August 2022
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গৃহবধুর মৃত্যু : পুলিশের লাশ উদ্ধার

Link Copied!

মাধবপুর উপজেলার বেজুড়ায় আকলিমা নামের এক গৃহবধুর মৃত্যুর পর পুলিশ লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (২৫আগস্ট) বিকালে আকলিমা (৩৩) স্বামী সন্তান নিয়ে একসাথে খাওয়া দাওয়া করেন। এর কিছুক্ষণ পর অসুস্থ বোধ করলে তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আকলিমা মারা যান। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

আকলিমা বেজুড়া গ্রামের মৃত আমির আলীর পুত্র সুজন মিয়ার স্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আউরারচড় গ্রামের মৃত আব্দুল করিমের মেয়ে বলে জানা গেছে।

শুক্রবার (২৬আগস্ট) দুপুরে মাধবপুর থানা গেইটে আকলিমার বাপের বাড়ির কিছু লোকজনকে দেখতে পেয়ে আকলিমার মৃত্যুর বিষয়ে কথা বলতে চাইলে কেউ কোনো কথা বলতে রাজী হন নি।