মাধবপুরে গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 5 May 2020
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার

Link Copied!

মাধবপুর প্রতিনিধি :   হবিগঞ্জের মাধবপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায় মাফিয়া বেগম (২০) নামে এক গৃহবধুর ঝুঁলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার আদাঐর গ্রামে এ ঘটনা ঘটে।


ওই গ্রামের ইউপি সদস্য বারিক মিয়া জানান, উপজেলার ঘিলাতলী গ্রামের সিরু মিয়ার মেয়ে মাফিয়া বেগমের সঙ্গে প্রায় দেড় মাস পূর্বে আদাঐর ২ নং ওয়ার্ডের সুজন মিয়ার বিয়ে হয়। মঙ্গলবার সেহরী খাওয়ার সময় ওই গৃহবধু নাকি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে।

মাধবপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবুল কাশেমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশের গায়ে কোন আঘাতের চিহৃ নেই। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরন করা হযেছে।