পিন্টু অধিকারী মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ মাধবপুর উপজেলায় সুরমা চা বাগান (১৪ নং সেকশনে) অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক চোরাচালানের কাজে ব্যবহৃত গাঁজাসহ ১ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। পলাতক রয়েছে ২জন ।

ছবি : মাধপুরে গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৮ মে) রাত্র ৩:৩০ থেকে সকাল পযর্ন্ত অভিযান চালিয়ে ১৫ কেজি ভারতীয় গাঁজা সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র ও পুলিশ সদস্যরা। আটককৃ ব্যক্তি হল- জাহার মিয়া (২৫) পিতা মৃত ফুল মিয়া, মাতা জোহরা বেগম, গ্রাম রসূলপুর (পদ্মাবিল)মাধবপুর, হবিগঞ্জ ।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আামার হবিগঞ্জকে বলেন, অভিযান চালিয়ে আমরা ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছি ও ১ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছি । আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।