মাধবপুরে গাঁজাসহ সাবেক পৌর কাউন্সিলর আটক - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 22 December 2019
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ সাবেক পৌর কাউন্সিলর আটক

Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গাঁজাসহ সাবেক পৌর কাউন্সিলর বেনু রায়কে এক সহযোগী সহ আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃতরা হলেন- মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নোয়াগাঁও গ্রামের বাসিন্দা বেনু রায় (৫৩) এবং পশ্চিম মাধবপুর শান্তিপাড়ার দিল্লর আলীর ছেলে আলী আজগর (৪০)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর পৌরশহরের নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ উল্লেখিত দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।