তোফাজ্জল হোসেন চৌধুরী : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের সীমান্তবর্তী এক্তিয়ারপুর গ্রাম থেকে এক কেজি গাঁজা সহ আব্দুল লতিফ চেগা ( ৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আব্দুল লতিফ মাধবপুর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার ( ১৩ ডিসেম্বর) রাত দশটার দিকে মাধবপুর থানার তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ( নিরস্ত্র) গোলাম মোস্তফা এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর উপজেলার শাহজাহান পুর ইউনিয়নের সীমান্তবর্তী এক্তিয়ারপুর গ্রামে অভিযান চালিয়ে এক কেজি গাঁজা সহ আব্দুল লতিফ (চেগা) কে গ্রেফতার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারের জন্যে অভিযান অব্যাহত রেখেছে। পুলিশ পরিদর্শক গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, গ্রেফতারকৃত আব্দুল লতিফের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।