মাধবপুরে গাঁজাসহ আটক ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 13 June 2021
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে গাঁজাসহ আটক ২

Link Copied!

লিটন বিন ইসলাম, মাধবপুর প্রতিনিধি :  হবিগঞ্জের মাধবপুরে ৬কেজি গাঁজাসহ দুইজনকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করেছে পুলিশ।
শনিবার ( ১২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মনতলা-চৌমুহনী সড়কের কালিকাপুর মেস্তুরী বাড়ি এলাকায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার দাশ এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ছবি : মাধবপুরে গাঁজাসহ ২ জনকে আটক করেছে পুলিশ

আটককৃতরা হল- উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের হাবিবুর রহমান হিরণ এর ছেলে সালাউদ্দিন(২৭) এবং একই গ্রামের কামাল মিয়ার ছেলে মেহেদী হাসান(১৬)।
মাধবপুর থানার ওসি আ. রাজ্জাক মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।